অচিরেই ওয়াসার পানির সংযোগ যাবে প্রকল্পে

1

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, কর্ণফুলী (বামতীর) হাউজিং সোসাইটির মতো একটি সম্ভাবনাময় প্রকল্প দ্রুত বাস্তবায়নে সিডিএ উদ্যোগ নিয়েছে। দীর্ঘ ৩৩ বছর সুপেয় পানির অভাবে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। অচিরেই ওয়াসার পানির সংযোগ যাবে প্রকল্পে। ওয়াসার ভান্ডার জুড়ি প্রকল্প থেকে প্লট মালিকদের নিজস্ব অর্থায়নে সিডিএ অচিরেই পানি সংযোগ প্রদানের ব্যবস্থা করবে এবং সিডিএ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ১০ তলা বা তার অধিক বিল্ডিং বানানো যাবে- ইনশাআল্লাহ।
তিনি বলেন, প্লট মালিক সমিতি নেতৃবৃন্দের সাথে দফায় দফায় আলোচনা শেষে সব সুবিধা-অসুবিধা বিবেচনায় এ ধরনের একটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সমিতির এজিএম-এ পাশ হলে আর কোন আইনি বাধা-বিপত্তি থাকবে না।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
সিডিএ চেয়ারম্যান বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিন প্লট মালিকরা নিজস্ব ভূমিতে বাড়ি, ঘর নির্মাণ করতে পারবে। অপর দিকে মহানগরী চট্টগ্রামের তীব্র আবাসন সংকট নিরসন হবে এবং সরকারও বিপুল রাজস্ব লাভ করবে। দীর্ঘদিনের পরিত্যক্ত প্রায় প্রকল্পটি দ্রæত বাস্তবায়নে সিডিএ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন কোন প্রকল্প হাতে নেওয়ার পূর্বেই এসব অসম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে সিডিএ বদ্ধপরিকর। এ ব্যাপারে প্লট মালিক সমিতিসহ সংশ্লিষ্ট সকলের সহযগিতা কামনা করেন তিনি।
প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সমিতির অর্থ সম্পাদক এডভোকেট মো. সেলিম উদ্দিন, সহ-সভাপতি গোলাম ওয়ারেছ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হুদা চৌধুরী, উপদেষ্টা সাবেক জেলা পি পি ও বার এসোসিয়েশন সভাপতি এডভোকেট মো. কফিল উদ্দিন চৌধুরী, জেলা পি পি এডভোকেট মো. কাশেম চৌধুরী, সিপিডিএল-এর চেয়ারম্যানের পক্ষে খাইরু জামান জোয়ার্দার, সিডিএ প্রকল্প পরিচালক মো. ইলিয়াস প্রমুখ।
বক্তারা প্রকল্পটি বাস্তবায়নে সিডিএ চেয়ারম্যানের উদ্যোগকে স্বাগত জানান এবং এজন্য তাকে ও বোর্ড মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমিতি নেতৃবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নে দ্রæত প্ল্যান পাশ, সমিতির কার্যালয় প্রতিষ্ঠা, কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল মওকুফে যথাযথ পদক্ষেপ গ্রহণে সিডিএ’র আন্তরিক সহযোগিতা ও পদক্ষেপ প্রত্যাশা করেন।
সভা শেষে সমিতির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়। এতে ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ ও ২০২৫-২০২৭ দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠিত হয়।
ওয়াসার পানি সংযোগ প্রদানের জন্য সিডিএ’র নির্দিষ্ট ফান্ডে কাঠা প্রতি ৫০ হাজার টাকা জমা প্রদান ও সদস্য ফি ৫০০০ টাকা ধার্যের সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত করেন এডভোকেট আলমগীর মহম্মদ ইউনুস। বিজ্ঞপ্তি