নিজস্ব প্রতিবেদক
শুরু হলো বীরের জাতি বাঙালির স্বাধীনতার মাস। স্বাধীনতা দিবসের মাস। বাঙালির রাজনৈতিক ইতিহাসে এই মার্চ মাসকে বলা হয় ‘অগ্নিঝরা মার্চ’। উনিশ শ’ একাত্তর সালের মার্চ মাসের যে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও জাগরণী ভ‚মিকা এবং যে উত্তাল আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃৃতি, তা-ই একাত্তরের মার্চকে একটি ঐতিহাসিক এবং অগ্নিঝরা মার্চের চরিত্র দিয়েছে। কেননা এই মাসেই শুরু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসব্যাপী স্বাধীনতার সংগ্রাম।
পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বঞ্চনা, রাজনৈতিক কর্তৃত্ব, সামাজিক বৈষম্য ও সাংস্কৃতিক আধিপত্য থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত ও স্বাধীন করার মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এ মার্চ মাসেই। এ মার্চ মাসেই ঘটেছিল অনেক ঐতিহাসিক ঘটনা, যা বাংলাদেশ নামক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম নেওয়ার পেছনের একটা গৌরবোজ্জ্বল পাটাতন তৈরি করেছিল।
১৯৪৭ সালে ‘দ্বি-জাতিতত্ত¡’র ভিত্তিতে ধর্মীয় জাতীয়তাবাদের হাত ধরে ভারত ও পাকিস্তান নামক যে দু’টি রাষ্ট্রের জন্ম হয়েছিল, প্রকৃতপক্ষে সে দিনই বাঙালিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের ভীত তৈরি হয়েছিল। কেননা হাজার মাইলের ব্যবধানে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নিয়ে ‘পাকিস্তান’ নামক যে রাষ্ট্র তৈরি হয়েছিল, সেটার অস্তিত্ব বিলুপ্ত হওয়া ছিল শুধুই সময়ের ব্যাপার। দু’টি দেশের মানুষের ভাষা ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠান ভিন্ন, জীবনাচার ভিন্ন এবং দর্শন ভিন্ন। অধিকন্তু পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানকে যেভাবে শোষণ, নির্যাতন এবং নিপীড়ন করছিল, তাতে পূর্ব পাকিস্তানের জন্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবি শুধুই সময়ের ব্যাপার ছিল। অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে এসব নিপীড়ন, নির্যাতন এবং শোষণের প্রাথমিক প্রতিবাদ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হলেও সেটা চূড়ান্ত রূপ লাভ করে মূলত ১৯৭১ সালের এ মার্চ মাসে। যেহেতু মার্চ মাসেই স্বাধীনতার যুদ্ধ শুরু হয়, সেহেতু মার্চই হয়ে উঠে স্বাধীনতার মাস। হয়ে উঠে অগ্নিঝরা মার্চ।
পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের ওপর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক যে নিপীড়ন, বৈষম্য ও অত্যাচার জারি ছিল সেটার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ আসে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। এরপর আসে চুয়ান্ন সালের যুক্তফ্রন্টের নির্বাচন, বাষট্টির ছাত্র আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানের চব্বিশ বছরের মিনি-ঔপনিবেশিক শাসনামলের যে রাজনৈতিক ধারাবাহিকতা, যা বায়ান্ন থেকে একাত্তরের ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত, তার মধ্যে মার্চ মাসে এসেই প্রকৃত অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন নিয়ে সত্যিকার মুক্তিযুদ্ধ শুরু হয়।