শনিবার ভোররাতে নগরীর জহুর হকার্স মার্কেটে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সকালে সেখানে ছুটে যান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পরিদর্শনকালে সিটি মেয়র তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন এবং এ কমিটি আগামী তিন কর্ম দিবসের মধ্যে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে সিটি কর্পোরেশন কার্যালয়ে রিপোর্ট জমা দেবেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মেয়র বলেন, জহুর হকার্স মার্কেটটি স্বল্প আয়ের মানুষের মার্কেট হিসেবে পরিচিত। এ মার্কেটটিতে ধনী, গরীব সকলেই প্রয়োজনীয় কেনাকাটার জন্য ছুটে আসে। মার্কেটটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন শীত মৌসুমে সর্বস্তরের মানুষ কাপড় ক্রয়ে ভোগান্তিতে পড়বে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সার্বিক সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
এ সময় চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন বাবুল, সিটি মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, লায়ন আশীষ ভট্টাচার্য, দোকান মালিক ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি