অক্সিজেন মোড়ে ৫৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

1

নিজস্ব প্রতিবেদক

নগরীতে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছে নগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল শনিবার নগরীর অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫৫ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ। ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নুল আবেদীনের নির্দেশনা এবং অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কীর্তিমান চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৮টি ব্যাটারি চালিত অটোরিকশা, ২৪টি অবৈধ সিএনজি ট্যাক্সি, ৭টি টেম্পু, ৩টি কাভার্ড ভ্যানসহ মোট ৪১টি গাড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৪টি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান করা হয়। অর্থাৎ, মোট ৫৫টি গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কীর্তিমান চাকমা পূর্বদেশকে বলেন, ‘অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৫৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’