স্পোর্টস ডেস্ক
তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে শেষবার খেলেছিলেন গত ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর গত মেতে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। প্রায় ৪ মাস ধরে ক্রিকেটের বাইরে অভিজ্ঞ এই ক্রিকেটার। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। কিন্তু এতটুকু নিশ্চিত হওয়া গেছে অক্টোবরে ক্রিকেটে ফিরছেন তিনি। যুক্তরাষ্ট্রে জাতীয় লিগ ক্রিকেটে দেখা যাবে দেশসেরা ওপেনারকে। আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বলের এই টুর্নামেন্ট। তামিম ছাড়াও যক্তরাষ্ট্রের এই লিগ খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশি দুই ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুজ, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে।