অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সংবর্ধনা

0

নগরীর অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ৭ এপ্রিল বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চৌধুরী। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শহীদুল ইসলাম চৌধুরী। সভায় বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি ফেরদৌস পারভিন, সহকারি শিক্ষক মাহমুদা খন্দকার। অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ রাশেদ কামাল, সহকারি শিক্ষক শেলী ভট্টাচার্য্যসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিদায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্বেতা চৌধুরী, কাজী সুলতানা ইয়াসমিন প্রমুখ। বিজ্ঞপ্তি