অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত

1

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শ্রীশ্রী অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভা গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর বলুয়ারদীঘি পাড়স্থ পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অঁভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ প্রিয় পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পরিষদের কার্যকরী সম্পাদক বিপ্লব পার্থ, সহ-সভাপতি দীপক চৌধুরী কালু, যুগ্ম সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, অপু চৌধুরী আকাশ, পৃষ্ঠপোষক সরোজ কুমার গুহ, অর্থ সম্পাদক সুজন দাশ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু, আপ্যায়ন সম্পাদক জীবন মিত্র রাজ, সদস্য সুজিত সিংহ গনেশ, রিমন মহাজন প্রমুখ। সভায় পার্বতী সুহৃদ মাতার তিরোধান দিবস উপলক্ষে আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর চারদিনব্যাপী উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনে গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি